কালাপাহাড়িয়া ইউনিয়নের সঠিক কোন ইতিহাস এর প্রমান আজ ও পাওয়া যায়নি। তবে এটুকু জানা যায় এটি একটি দ্বীপ। এর চারদিক দিয়ে বিড়াট আকারের মেঘনা নদী দিয়ে ঘেরাও করা। অত্র ইউনিয়নটির উত্তরদিক দিয়ে নদী পার হলেই ব্রাক্ষনবাড়ীয়া জেলায় পা রাখা যায়। পশ্চিম ইদক দিয়ে নদী পার হলেই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় পা রাখা যায় । দক্ষিন ইদক দিয়ে নদী পার হলেই কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় পা রাখা যায়। পূর্ব দিকে নদী পার হলেই কুমিল্লা জেলার হোমনা উপজেলায় পা রাখা যায়। পূর্ব পূরুষ হতে যা জেনেছি প্রায় ২০০ বছর পূর্বে বিশাল মেঘনার বুকে এই চরটি জেগেছিল। বিভিন্ন জেলা হতে লোকজন এসে বসতি স্থাপনা শুরু করে। মোট জনসঙখা প্রায় ২৭০০০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস