Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কালাপাহাড়িয়া ইউনিয়ন

নারায়ণগঞ্জ  জেলার আড়াইাহাজার উপজেলাধীন  কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ । অত্র নারায়ণগঞ্জ  জেলার  আড়াইহাজার উপজেলার একটি  গুরুত্বপূর্ণ  ইউনিয়ন  পরিষদ হলো কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ । শিক্ষা,  সংস্কৃতি,  ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে  অত্র ইউনিয়নটি  নারায়ণগঞ্জ জেলায়  কালের স্বাক্ষী হিসাবে  দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে  সরকারী-বেসরকারী  শিক্ষা  প্রতিষ্ঠান  তথা প্রাথমিক বিদ্যালয়,  মাধ্যমিকবিদ্যালয়, মাদ্রাসা,  কিন্ডারগার্টেন এবং মসজিদ, মন্দির,  খেলার মাঠ, সরকারী-বেসরকারী অফিসসহ বিভিন্ন দর্শনীয়স্থান রয়েছে। সবকিছু  মিলিয়ে  অত্র ইউনিয়নটি  একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।

 

১।নামঃ ১২নঙ কালাপাহাড়িয়া  ইউনিয়ন পরিষদ।

২।নির্বাচিত বর্তমান চেয়াম্যানের নামঃ জনাব মো: সাইফুল ইসলাম {স্বপন}।

৩।আয়তনঃ ৯.১৫ বর্গ কিমি।

৪।লোকসংখ্যাঃ ২৭৩৩০ (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)

৫।গ্রামের সংখ্যাঃ ১৪টি।

৬।মৌজার সংখ্যাঃ ০৬টি (বিবিরকান্দী, ঝাউকান্দি, কদমির চর, কালাপাহাড়িয়, নিজ কালাপাহাড়িয়া, হাট চকেরকান্দি)

৭।হাট-বাজারঃ ০৫টি

৮।উপজেলা থেকে দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থাঃ আড়াইহাজার উপজেলা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।নদী পার হবার পর রিক্সা, অটোরিক্সা, সিএনজি এবং অটোবাইকের মাধ্যমে খুব সহজেই যাতায়াত করা যায়।

৯।শিক্ষার হারঃ ৭০ ভাগ (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।

১০।সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১১টি।

১১।বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ

১২।মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০১টি

১৩।ডিগ্রী কলেজঃ

১৪।মাদ্রাসার সংখ্যাঃ দাখিল মাদ্রাসা একটি

১৫। কিন্ডার গার্টেনের সংখ্যাঃ ৩টি।

১৬।ঐতিহাসিক পর্যটন স্থানঃ

১৭।গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানঃ

১৮। রেলওয়ে ষ্টেশনঃ নাই।

১৯। সিনেমা হলঃ নাই ।

২০।ইউনিয়ন পরিষদ ভবন নির্মানঃ

১৯।ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মানঃ

২০।নবগঠিত পরিষদের বিবরণঃ

(ক) শপথ গ্রহণের তারিখঃ ০০/০০/০০০

(খ) প্রথম সভার তারিখঃ ০০/০০/০০০০

(গ) মেয়াদ উত্তীর্ণঃ

 

২১।গ্রাম সমূহের নামঃ

   ১নং ওয়ার্ড = কদমির চর, বদল পুর, নয়াগাও।

   ২নং ওয়ার্ড = পূর্বকান্দি, বিবিরকান্দি ।

   ৩নং ওয়ার্ড = মধ্যার চর।

   ৪নং ওয়ার্ড = রাধানগর।

  ৫ নং ওয়ার্ড = ইজারকান্দী, গোবিন্দ পুর।

  ৬নং ওয়ার্ড = ঝাউকান্দী।

  ৭নং ওয়ার্ড = কালাপাহাড়িয়া।

  ৮নং ওয়ার্ড = হাজিরটেক।

  ৯নং ওয়ার্ড = খালিয়ার চর, উলুকান্দী।

  মোট ভোটার পুরুষ=১১০৬৫, মোট ভোটার মহিলা=১২৩০২, সর্বমোট ভোটার সংখ্যা=২৩৩৬৮

২২।ইউনিয়ন পরিষদের জনবলঃ

নির্বাচিত চেয়ারম্যানঃ ০১ জন।

ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১ জন।

নির্বাচিত সদস্য (পুরুষ)- ০৯ জন।

নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য (মহিলা)- ০৩ জন।

কর আদায়কারী- ০১ জন।

অফিস সহকারী- ০০ জন।

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাঃ ০২ জন

ইউনিয়ন গ্রাম পুলিশ- ০৯ জন।