ব্যানারে প্রদর্শিত ঘাটটি কালাপাহাড়িয়া ইউনিয়নের পশ্চিম অংশের প্রধান ঘাট। আড়াইহাজার উপজেলায় আসতে হলে বেশির ভাগ ক্ষেত্রেই এই ঘাট দিয়ে নদী পার হতে হয়। সকাল হতে রাত দশটা পর্যন্ত এই ঘাট দিয়ে লোকজন চলাচল করে থাকেন। স্প্রীটবোর্ড,ট্রলার ও নৌকা দিয়ে এই ঘাট থেকে পার হওয়া যায়। আমাদের ইউনিয়নটি চারপাশ দিয়ে মেঘনা নদী ঘেরাও থাকলে ও এই পশ্চিম পাশের নদী খুবই বড়। ঘাটের বর্ননা করতে গেলে তা শেষ করা কঠিন হবে, ঘাট ছাড়া কি আমরা কোথাও যেতে পারি। ঘাটই আমাদের রোড যদি কখন ও গাড়ি আমাদের এলাকার ভাগ্যে ঘটে, তাহলে ফেরি পারাপার এই ঘাটেই হবে। এই ঘাটে নামলে কালাপাহাড়িয়া ইউনিয়নের ১৪টি গ্রামের পোত্যেকটি গ্রামে যাওয়া যায়। এই ঘাট হতে একিট কাচা রাস্তা আমাদের ইউনিয়নের পম্চিম দিক দিয়ে শুরু করে একেবারে ইউনিয়নের দক্ষিন দিক দিয়ে শেষ হয়েছে। মেঘনার পার। আমাদের ইউনিয়নটি দেখার জন্য এই ঘাটটি দেখার জন্য সবাইকে আমন্ত্রন রইল্।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস