১। নির্মানাধীন ডেঙ্গুরকান্দি আশ্রয়কেন্দ্রটি আমাদের ইউনিয়নটির জন্য অনন্যতম একিট প্রক্ল্প।
২। প্রকল্পটি বাস্তবায়িত হলে ১০০টি অসহায় পরিবার সহায় ফিরে পাবে।
৩। পরিবার গুলোর কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
৪। আশ্রয় কেন্দ্রটি নির্মিত হচ্ছে কালাপাহাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরলক্ষীপুরের বিশাল চরে।
৫। আশ্রয় কেন্দ্রটি আমাদের ইউনিয়নের পশ্চিম দিকে মেঘনা নদীর পারে হচ্ছে।
৬। নদী পথে চলাচলের সময় যে কারো চোখে পড়বে।
৭। নদীর বুকে জেগেছে চর, সে চরে আমাদের ঘর, বেচে আছি তার উপর।
৮। নদীর বুকে জাল ফেলে, আনি মাছ তুলে। খাই সবাই মিলে।
৯। বাঙলাদেশের বুকে কে না জানে মেঘনা নদীর নাম, চারদিকে যার মেঘনা সে হচ্ছে কালাপাহাড়িয়া।
১০। সবাইকে আমন্ত্রন আশ্রয় কেন্দ্রটি এক নজর দেখে যাবার জন্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস