জেলা শহর নারায়ণগঞ্জ থেকে সরাসরি আড়াইহাজারের বাস দিয়ে এসে আড়াইহাজার নামতে হবে। আড়াইহাজার থেকে সি এন জি তে খাককান্দা নদীর ঘাটে এসে মেঘনা নদী পার হয়ে তিন মাইল পায়ে হেটেই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন। ঢাকা থেকে সরাসরি বাসে সোনারগা দিয়ে বৈদ্যার বাজার নদীর ঘাটে নেমে ট্রলারে সরাসরি কালাপাহাড়িয়া ইউইনয়ন পরিষদে আসা যায়।
ইউনিয়নের ভিতরের রাস্তা ঘাট :
কালাপাহাড়িয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা মোটামোটি। পাকা রাস্তা নেই, কাচা রাস্তা অত্র ইউনিয়নের প্রধান যোগাযোগ ব্যবস্থা, বর্ষায় সমস্ত ইউনিয়ন পানিতে তলিয়ে যায়। কালাপাহাড়িয়া ইউনিয়নে নৌকা ট্রলার ছাড়া আর কোন যান চলাচল নেই। বর্ষাকালে নৌকা আর শুকনা কালে পায়ে হেটে ছলা ছাড়া আর কোন ব্যবস্থা নেই। কর্তমানে কিছু কাচা সড়ক রয়েছে পায়ে হেটে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া যায়।
চেয়ারম্যান: মো: সাইফুল ইসলাম (স্বপন)
মোবাইল নং ০১৭১৩০৩০৫৮৬
Enail: sapanchairman@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS