১। ফসলের ক্ষেত সবুজের সমারোহ কালাপাহাড়িয়া এলে চোখে পড়বে সবার।
২। আমাদের চরাঞ্চলে সবচাইতে বেসি ফলে আলু ও বাদাম ।
৩। দো-আষ মাটিতে বেসি ফলে গম, মশুরী ও পিয়াজ ইত্যাদি।
৪। বেলে দো-আষ মাটিতে বেষি ফলে পিয়াজের চাড়া।
৫।এটেল দো-আষ মাটিতে ফলে ধান । বর্ষাকালে সব জমিতেই কম আর বেশি সব জমিতেই ধান থাকে ।
৬। আমরা চর অঞ্চলের মানুষ ফসল ও মাছের উপর নির্ভর করেই জীবিকা নির্ভাহ করি।
৭। আজ থেকে ৫০ বছর আগের কথা চিন্তা করলে বলা যায় ফসলের উপর নির্ভর করা ছাড়া এ এলাকার মানুষের আর কোন উপায় ছিলনা।
৮। আজ কৃষি ফসল ছাড়াও বিভিন্ন রকমের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
৯। আমরা আশা করি কালাপাহাড়িয়ার মানুষ ফসল যেন সারাজীবন আমাদের জীবনের সাথে মিসে থাকে।
১০। সবাইকে আমন্ত্রন আমাদের ইউনিয়নের ফসলের মাটগুলো এক নজর দেখে যাবার জন্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS