Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
কালাপাহাড়িয়ার পাড় ঘেষে মেঘনা নদীতে মালামাল পরিবহন
Details

১। ।ঊক্ত জাহাজ দ্বারা পাথর পরিবহন করা হয় ।

২। এসব পরিবহন জাহাজ কালাপাহাড়িয়ার পাড় ঘেষে সারা দিন রাত চলাচল করে।

৩। এসব জাহাজ দ্বারা সিলেট বিভাগের সুনাম গঞ্জ জেলা হতে পাথর এনে সারা বাঙলাদেশের বিভিন্ন জেলায় দেওয়া হয়।

৪। মালামাল পরিবহনে নদী পথ খুবই নিরাপদ, খরচ কম ।

৫। যখন আমাদের চারপাশ ঘেশে এসব জাহাজ চলাচল করে তখন দেখতে খুবই সুন্দুর লাগে।

৬। নদীর সুন্দুর্যই হচ্ছে নৌযান চলাচল।

৭। শুধু পাথরের জাহাজই নয় সব ধরনের মালামালই নদী পথে বহন করা হয়।

৮। আমাদের ইউনিয়নের লোকজন কোথাও বেরুলে লঞ্চ ও ট্রলার ছাড়া কল্পনাই করা যায়না।

৯। আসুন নৌকা কিংবা লঞ্চ কিংবা ট্রলার নিয়ে মেঘনাকে ঘুরে আসি।

১০। সবাইকে আমাদের ইউনিয়নের চারপাশ ঘুরে দেখার জন্য অনুরোধ রইল।।